কাবুগঞ্জে ফাইনাল ১৭ জুলাই বৃহস্পতিবার

বরাক তরঙ্গ, ৮ জুলাই : কাবুগঞ্জ ফুটবল অ্যাকাডেমির ফাইনাল ম্যাচের দিন পরিবর্তন হল। মঙ্গলবার অ্যাকাডেমির কর্মকর্তারা সাংবাদিক সম্মেলন করে ফাইনাল খেলার নয়া তারিখ ঘোষণা করেন। আগামী ১৩ জুলাই রবিবারের পরিবর্তে ১৭ জুলাই অর্থাৎ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণে তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান সভাপতি আলম হোসেন ও কোষাধ্যক্ষ জাবির হোসেন লস্কর।

উল্লেখ্য, অ্যাকাডেমি আয়োজিত লক্ষ্মীচরণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আতাউর রহমান লস্কর ও দেবদত্ত সিনহা স্মৃতি নাইন এ সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের দু’টি হল শিলচরের কাইদি এফসি ও ভুবিনখাল খাসিয়া ইয়ুথ ক্লাব।

Author

Spread the News