কৃষকের নৃশংস কাণ্ড, মুহূর্তে পরিবারের পাঁচ সদস্য সহ নিজেকে শেষ করে দিলেন
১ অক্টোবর : দেশে প্রতিদিনই বাড়ছে অপরাধের ঘটনা। এরই মধ্যে উত্তরপ্রদেশে এক কৃষকের নৃশংস কাণ্ড চমকে দিল সকলকে। জানা গেছে, এক কৃষক কুঠার দিয়ে প্রথমে নিজের দুই ছেলেকে হত্যা করে। এরপর বাড়িতে ফিরে পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে নিজেকে ঘরে বন্দি করে আগুন ধরিয়ে দেয়। ভয়াবহ এই ঘটনায় কৃষক, তার স্ত্রী ও দুই কন্যা জীবন্ত দগ্ধ হয়ে মারা যান। শুধু তাই নয়, একইসঙ্গে ঘরে থাকা চারটি গরুও আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বাহরাইচ জেলার নিন্দুপুরা গ্রামে।
নিহত কৃষকের নাম বিজয় কুমার। স্থানীয়রা জানান, বিজয় কুমার নেহরুর ধান চাষ করতে চেয়েছিলেন। সেই উদ্দেশ্যে তিনি সোমবার (১ অক্টোবর) সকালে দুই ছেলেকে মাঠে ডেকে পাঠান। কিন্তু তারা কাজ করতে অস্বীকার করলে ক্ষুব্ধ হয়ে বাবা কুঠার দিয়ে নির্মমভাবে তাদের হত্যা করেন।
এরপর বিজয় বাড়িতে ফিরে স্ত্রী ও দুই কন্যাকে নিজের ঘরে ডেকে নেন। সবাই ভেতরে ঢোকার পর তিনি দরজা আটকে ঘরে আগুন ধরিয়ে দেন। আগুনে দগ্ধ হয়ে স্ত্রী ও দুই কন্যা চিৎকার করে সাহায্য চাইতে থাকলেও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই সকলের মৃত্যু হয়। মর্মান্তিকভাবে চারজনই জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। স্থানীয়দের দাবি, বিজয় কুমার দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন এবং পরিবারেও অশান্তি চলছিল। সেই কারণেই সম্ভবত তিনি এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছেন। ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।