শান্তিপূর্ণ ভাবে শেষ হল ভুবনমেলা
দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে প্রতি বছরের মতো এবারও মহাশিবরাত্রীকে কেন্দ্র করে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল ভুবনমেলা। বৃহস্পতিবার শান্তিপূর্ণ ভাবে শেষ হয়েছে। এবার একদিকে আবহাওয়া ছিল অনুকুল, তার উপর ত্রয়োদশী ও চতুর্দশী তিথি দিবারাত্র থাকার কারণে তিথি অনুসারে ভুবনবাবার পুজো দিতে ভক্তদের সুবিধা হয়েছে। আর এজন্য এবার রেকর্ড পরিমাণ পূর্ণ্যার্থী ভুবন পাহাড়ে ভুবনবাবার পুজো দিয়েছেন বলে জানা যায়। অনুমান করা হচ্ছে এবার মঙ্গলবার ও বুধবার দু’দিনে পাঁচ লক্ষাধিক পূণ্যার্থী ভুবনতীর্থে ভুবনবাবার পুজো দিয়েছেন।
অপরদিকে, ভুবনতীর্থে আসা পূণ্যার্থীদের জন্য সাধ্যমত খাবারের যোগান দিয়েছে বিভিন্ন সংস্থা। এরমধ্যে অন্যতম হল লায়ন্স ক্লাব শিলচর, হাজুক ঈয়ারাই ক্লাব গঙ্গানগর, ভুবনতীর্থ হনুমান মন্দির, শিলচর জেলা কংগ্রেস। এছাড়াও সিআরপিএফের সিভিক অ্যাকশন টিমের মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। জেলা স্বাস্থ্য সঞ্চালকের মাধ্যমেও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ছিল জেলা দুর্যোগ মোকাবিলা বাহিনী।

এদিকে, শান্তিপূর্ণ ভাবে ভুবনমেলা শেষ হওয়াতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ সর্বস্তরের জনসাধারণকে সাধুবাদ জানিয়েছে ভুবনতীর্থ উন্নয়ন ও মেলা পরিচালন কমিটি, কৃষ্ণপুর চরণ মন্দির কমিটি, কৃষ্ণপুর গঙ্গানগর ভুবনতীর্থ যাত্রী মেলা কমিটি ও মতিনগর ভুবনতীর্থ যাত্রী মেলা কমিটি।

এ দিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড়ে আগুনের লোলিহান দেখা যায়। জানা যায় হনুমান মন্দির সংলগ্ন একটি স্থানে এই অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।