মধুরা কোয়ারিতে জলে আবদ্ধ টিপার, সাঁতার কেটে পারে চালক ও খালাসি
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ২৯ মে : কাছাড়ের মধুরা পাথর কোয়ারিতে ভয়ঙ্কর ঘটনা ঘটল। মধুরা নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ল পাথর বোঝাই একটি টিপার। প্রবল স্রোতে টিপার ছেড়ে কোন মতে প্রাণ বাঁচালেন চালক ও খালাসি।
ঘূর্ণিঝড় রেমালের ফলে বরাক উপত্যকায় দু’দিন ধরে টানা বৃষ্টি পড়ছিল। এতে বরাকের নদীগুলোতে জলস্ফীতি বেড়ে যায়। নদীর জল বেড়ে যাওয়ায় বহু এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়। একইভাবে মঙ্গলবার সকাল থেকেই মধুরা নদীর জল বাড়তে থাকে। এর মধ্যেই এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি সংঘটিত হয়। উধারবন্দ মধুরা কোয়ারি থেকে পাথর আনতে যায় একটি টিপার। কিন্তু নদীর জল বেড়ে যাওয়ায় আটকে পড়ে টিপারটি। এরপর জলের স্রোতে কিছুটা ভেসে যায়। প্রবল স্রোতের মধ্যে সাঁতার কেটে কোন মতে চালক ও খালাসি টিপার ফেলে নিজের প্রাণ রক্ষা করেন। হঠাৎ করে জল বেড়ে যাওয়ায় টিপারটি জলে আবদ্ধ হয়। এমতাবস্থায় চালক ও খালাসি সাঁতার দিয়ে পারে উঠেন। তবে সে সময় সেখানে কোন শ্রমিক ছিলেন কিনা জানা যায়নি।