ডলুরবন্দ থেকে উদ্ধারকৃত অজগর বনাঞ্চলে অবমুক্ত করল দোহালিয়া ফরেস্ট বিভাগ

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৪ সেপ্টেম্বর : রামকৃষ্ণনগরের ডলুরবন্দ গ্রামে বিশাল আকারের একটি অজগর সাপ স্থানীয় এক জলাশয়ে পাতা মাছ ধরার জালে আটকা পড়ে। হঠাৎ গ্রামের লোকজন জালে নড়াচড়া দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখেন, তাতে ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক অজগর।

সাপটি আটকা পড়ার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে এবং কৌতূহলী মানুষ ভিড় জমায় ঘটনাস্থলে। তবে কেউ যাতে অজগরটির ক্ষতি না করে, সেদিকে নজর রেখে গ্রামবাসীরা সাপটিকে নিজেদের হেফাজতে রাখেন এবং সঙ্গে সঙ্গে খবর দেন দোহালিয়া বন বিভাগে।

খবর পেয়ে নতুন দায়িত্বপ্রাপ্ত ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা প্রদীপ বারইর নির্দেশে অকুস্থলে পৌঁছে যান বিট কর্মকর্তা মকসুদ আহমেদ লস্কর ও বনকর্মী দিলোয়ার হোসেন। তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে অজগরটিকে উদ্ধার করেন এবং পরে সাপটিকে দোহালিয়া সংরক্ষিত বনাঞ্চলে নিয়ে গিয়ে অবমুক্ত করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, অজগরটির বয়স আনুমানিক দেড় বছর। ওজন প্রায় ৪০ কেজি এবং দৈর্ঘ্য ছিল প্রায় ৮ ফুট। তবে দুঃখজনকভাবে সাপটির একটি চোখ আহত হয়ে ফেটে গিয়েছিল। বনকর্মীদের ধারণা, খাদ্যের সন্ধানে অজগরটি লোকালয়ে প্রবেশ করে এবং মাছ ধরার ফাঁস জালে আটকা পড়ে যায়।

Spread the News
error: Content is protected !!