শ্রীভূমি জেলায় মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যোমিতা অভিযান সফল করতে জোর প্রস্তুতি জেলা প্রশাসনের

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : মহিলা ক্ষমতায়ন ও স্বনির্ভরতার উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগ ‘মহিলা উদ্যোমিতা অভিযান’ আগামী ১ সেপ্টেম্বর শ্রীভূমি জেলায় পাথারকান্দি বিধানসভায় আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার জেলার পাথারকান্দিতে আয়োজিত এই বৃহৎ কর্মসূচিকে সফল করে তুলতে ইতোমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে।

এই উপলক্ষে শ্রীভূমি জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদীর সভাপতিত্বে জেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জেলার শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিকরা, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১৫ হাজার হিতাধিকারী নারী উপস্থিত থাকবেন। তাদের হাতে বিভিন্ন সরকারি সুবিধা তুলে দেওয়া হবে। জেলা আয়ুক্ত বৈঠকে সংশ্লিষ্ট আধিকারিকদের দায়িত্ব ভাগ করে দেন এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার জন্য সুস্পষ্ট নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,এটি শুধু একটি অনুষ্ঠান নয়, বরং মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই প্রতিটি দায়িত্ব সঠিকভাবে পালন করা অত্যন্ত জরুরি।

প্রস্তুতি বৈঠকে মূলত মঞ্চ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা, পানীয় জল, স্যানিটেশন, বিদ্যুৎ, এবং অন্যান্য লজিস্টিক সাপোর্টের বিষয়গুলো গুরুত্ব সহকারে আলোচিত হয়। জনস্রোত সামাল দিতে পর্যাপ্ত পুলিশ ও প্রশাসনিক কর্মী নিয়োগের কথাও জানানো হয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই অভিযানের মাধ্যমে মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা বৃদ্ধির জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তাদের হাতে পৌঁছে দেওয়া হবে। শুধু অনুদান বা আর্থিক সহায়তাই নয়, বরং উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে মহিলাদের প্রশিক্ষণ, ঋণসুবিধা, বাজারসংযোগ এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থাও এই কর্মসূচির অন্তর্ভুক্ত।

জেলায় মহিলাদের স্বনির্ভরতা বৃদ্ধিতে এই কর্মসূচি এক নতুন দিগন্ত খুলে দেবে বলে সাধারণ মানুষের মধ্যে প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় মহিলাদের জীবনে অর্থনৈতিক স্থিতি আসবে এবং তারা নিজেদের পরিবার ও সমাজকে এগিয়ে নিতে সক্ষম হবেন। সভায় অন্যান্য আধিকারিকদের মধ্যে উপস্থিত ছিলেন ডিডিসি দীপক জিডুং জেলা পরিষদের সিইও মুন গগৈ এডিসি অমৃত প্রভা দাস ও উদয় শঙ্কর দত্ত সহকারী আয়ুক্ত রুপক মজুমদার পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বলারি অতিরিক্ত পুলিশ সুপার প্রণবজ্যোতি কলিতা, সহকারী পুলিশ সুপার ভিকু এল আচুমি, সার্কল অফিসার অদিতি নুনিসা, এএসআরএলএম এর ডিপিএম জনস্বাস্থ্য কারিগরি, পূর্ত-সড়ক ও ভবন দপ্তরের বাস্তুকারগণ স্বাস্থ্য বিভাগের সিএম অ্যান্ড এইচও এবং ডিপিএম পাথারকান্দি ও লোয়াইরপোয়ার বিডিও প্রমুখ।

Spread the News
error: Content is protected !!