ভোলেবম উৎসবে উপচে পড়া ভক্তসমাগম, পাথারকান্দির বিভিন্ন চা বাগানে মন্দিরে
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২১ জুলাই : শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভোলেবম উৎসব উপলক্ষে পাথারকান্দি ও তার আশপাশের এলাকাগুলোর মন্দির চত্বরে উপচে পড়া ভক্তদের ঢল নামে। শ্রাবণ মাস মহাদেবের জন্মমাস হিসেবে পরিচিত। এই পবিত্র মাসের প্রতি সোমবার পালিত হচ্ছে মহাদেবের আরাধনা ও ভোলেবম পুজো, যা চলবে চারটি সোমবাদের পূর্ণ চক্রজুড়ে। লোয়াইরপোয়া, ইচাবিল, শিবেরগুল, হাতিখিরা, সলগই, বৈঠাখাল, চাঁন্দখিরা, দেওলাখাল, সোনাখিরা, মেদলি, পুথনি, চাম্পাবাড়ি, ভুবরিঘাট, লঙ্গাই ও আদমটিলা সহ বৃহত্তর পাথারকান্দির নানা প্রান্ত থেকে অগণিত ভক্তরা ভোররাতে পবিত্র জল সংগ্রহের উদ্দেশ্যে বিভিন্ন ঘাটে জড়ো হন। শুভ্রবস্ত্র পরিহিত ভক্তরা মহাদেবের নামজপ করতে করতে পায়ে হেঁটে রথ সহযোগে জল সংগ্রহ করে বাঁকের মাধ্যমে নিজ নিজ এলাকার শিবমন্দিরে গিয়ে ভক্তিভরে জল নিবেদন করেন। সূর্যোদয়ের আগেই ঘাটে ঘাটে জমে ওঠে ভক্তদের স্নান ও জল সংগ্রহের দৃশ্য।

মন্দির প্রাঙ্গণ জুড়ে দেখা যায় ধর্মভীরু জনতার প্রাণবন্ত উপস্থিতি, যা নজরকাড়া ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি করে।পুজোর শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও ছিল তৎপর নজরদারি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় উপস্থিতি ছিল লক্ষণীয়। ভক্তি, শৃঙ্খলা ও আধ্যাত্মিকতার মেলবন্ধনে এবারের ভোলেবম উৎসব হয়ে উঠেছে এক অনন্য নজির।