রাধামাধব কলেজে এবছর থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হচ্ছে বাণিজ্য বিভাগ
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : শিলচরের ঐতিহ্যবাহী রাধামাধব কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে বাণিজ্য শাখায় উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের জন্য ভর্ত্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে। রাজ্যের শিক্ষা বিভাগ বিগত ৫ এপ্রিল এক নির্দেশ জারি করে রাজ্যের ১৩টি কলেজকে উচ্চ মাধ্যমিক স্তরে নতুন শাখা চালু করার জন্য অস্থায়ী অনুমোদন প্রদান করেছে। এতে শিলচর রাধামাধব কলেজে বাণিজ্য শাখা চালু করার কথাও উল্লেখ রয়েছে। বাণিজ্য শাখায় উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের জন্য মোট ১৫০ আসন সংরক্ষিত রয়েছে।
উল্লেখ্য, রাধামাধব কলেজে স্নাতক স্তরে বাণিজ্য বিভাগ অনেক আগে থেকে চালু রয়েছে, এর সঙ্গে নতুন করে সংযোজন হল উচ্চ মাধ্যমিক। ইচ্ছুক ছাত্রছাত্রীরা কলা বিভাগের মতোই অনলাইনে দর্পন পোর্টালে (DARPAN PORTAL) ভর্তির জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. অরুন্ধতী দত্ত চৌধুরী। রাধামাধব কলেজে উচ্চ মাধ্যমিক স্তরে বাণিজ্য শাখার অনুমোদন প্রদানের জন্য রাজ্য সরকারকেও তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
