সুকান্ত লেনের ৪৯ পরিবারে বিনামূল্যে বিদ্যুৎ মিটার বসালো বিভাগ

বরাক তরঙ্গ, ২৪ জুন : বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শিলচরের সুকান্ত লেনের ৪৯ জন বিদ্যুৎ গ্রাহকের বৈদ্যুতিক মিটার নষ্টের যে ঘটনা গত মাসে ঘটেছিল তাদের অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে বিনামূল্যে নতুন মিটার প্রদানের দাবি এপিডিসিএল কর্তৃপক্ষ মেনে নেয়। সংগঠনের পক্ষ থেকে এক প্রেস বার্তায় বলা হয় যে আজ সে এলাকায় এপিডিসিএল এর পক্ষ থেকে প্রথম পর্যায়ে ৩২ টি ঘরে বিদ্যুৎ মিটার লাগানো হয়। আগামীকাল বাকিদের ঘরে লাগানো হবে। তারা বলেন এই এলাকায় গত মে মাসে বিদ্যুতের তার ছিড়ে পড়ার পর তা সারাই করে বিদ্যুৎ সংযোগ স্থাপনের পর বহু পরিবারের বিদ্যুৎ সরঞ্জাম নষ্ট হওয়ার পাশাপাশি ৪৯ টি পরিবারের বিদ্যুতের নতুন স্মার্ট মিটার অকেজো হয়ে পড়ে। ফলে গ্রাহকরা বিদ্যুতের রিচার্জ করতে পারছিল না। গ্রাহকরা বিষয়টি বিদ্যুৎ বিভাগের দৃষ্টিতে নিয়ে গেলে তাদের জানানো হয় যে প্রত্যেককে নতুন করে সাড়ে আট হাজার টাকা দিয়ে মিটার কিনে লাগাতে হবে। এতে সাধারণ নিম্নবিত্ত পরিবারের গ্রাহকরা চরম বিপাকে পড়েন।

তাদের হয়ে গত মঙ্গলবার অল আসাম ইলেকট্রিসিটি কনজুমার্স অ্যাসোসিয়েশন এর এক প্রতিনিধি দল এপিডিসিএল কর্তৃপক্ষের সাথে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে নিয়ে দেখা করে। সংগঠনের আসাম রাজ্য শাখার উপদেষ্টা ও এপিডিসিএল এর প্রাক্তন ডিপুটি ম্যানেজার বিমল দাস বিষয়টি সংশ্লিষ্ট বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট তুলে ধরেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এপিডিসিএল এর ভূলে নষ্ট হওয়া মিটার তাদেরকেই বিনামূল্যে প্রদানের আইন রয়েছে। তারা এই আইন উলঙ্ঘন করলে প্রয়োজনে মামলা দায়ের করা হবে। এভাবে প্রবল চাপের সম্মুখীন হয়ে এপিডিসিএল কর্তৃপক্ষ গ্রাহকদের ঘরে বিনামূল্যে মিটার প্রদান করতে বাধ্য হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে এই ঘটনা প্রমাণ করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে দাবি আদায় করা সম্ভব হয়।

Author

Spread the News