দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে

২৬ মার্চ : দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে এবং আহত হয়েছে অন্তত ১৯ জন। দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু এই পরিস্থিতিকে ভয়ংকর আখ্যা দিয়ে বলেছেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল।

এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে বেশ কয়েকটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৩শ’ বছরের পুরনো গউনসা বৌদ্ধ মন্দির সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

প্রায় ৫ হাজার সামরিক সদস্যসহ হাজার হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারও আগুন নেভাতে সহায়তা করছে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা ডিজিটাল।

দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে
দাবানলে পুড়ছে দক্ষিণ কোরিয়া, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে
Spread the News
error: Content is protected !!