ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল
৩ সেপ্টেম্বর : পূর্ব আফগানিস্তানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়াল। আহত হয়েছেন ৩,০০০ এরও বেশি মানুষ। মঙ্গলবার তালিবান সরকারের তরফে এই তথ্য প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক দশকে এটি দেশের অন্যতম ভয়াবহ ভূমিকম্প বলে মনে করা হচ্ছে।
রবিবার গভীর রাতে ৬.০ মাত্রার এই ভূমিকম্পটি পাকিস্তান সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের প্রত্যন্ত ও পার্বত্য এলাকায় আঘাত হানে, যার ফলে বহু ঘরবাড়ি সম্পূর্ণ ধসে পড়ে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনার প্রদেশ, যেখানে ১,৪১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং ৩,১০০ এর বেশি মানুষ আহত হয়েছেন। পার্শ্ববর্তী নানগারহার প্রদেশেও অন্তত ১২ জন মানুষের মৃত্যু হয়েছে।