মেঘভাঙা বৃষ্টি : কিস্তওয়ারায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

মেঘভাঙা বৃষ্টি : কিস্তওয়ারায় মৃতের সংখ্যা বেড়ে ৪৬

১৫ আগস্ট : মেঘভাঙা বৃষ্টির (Cloudblast Rain) জেরে বিরাট বিপর্যয় জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। কিস্তওয়ার জেলায় (Kishtwar) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। মৃতদের মধ্যে ২ জন সিআইএসএফ জওয়ান (CISF Jawan) রয়েছেন বলেও খবর মিলেছে। ইতিমধ্যে উদ্ধারকাজে যোগ দিয়েছে ভারতীয় সেনা।

বেশ কয়েকজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভবও হয়েছে। তবে মৃতের সংখ্যা যে বাড়তে পারে, তার আশঙ্কা রয়েছেই।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ১৬৭ জনকে উদ্ধার করা হয়েছে যাদের মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক। হিমালয়ের অন্যতম তীর্থস্থান মা চণ্ডীর মন্দির মাচাইল মাতা যাত্রার সময়কালে এই বিপর্যয় ঘটে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষ ও তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য একটি কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক চালু করেছে, যেখানে ত্রাণ বণ্টন ও উদ্ধার কাজ পুরোদমে চলছে।

Spread the News
error: Content is protected !!