তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪
১ জুলাই : তেলেঙ্গানার রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। মঙ্গলবার জেলার পুলিশসুপার পরিতোষ পঙ্কজ সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখনও পর্যন্ত ৩১ জনের দেহ উদ্ধার করা গিয়েছে। অন্য দিকে, আহতদের মধ্যে তিন জন হাসপাতালে চিকিৎসা চলার সময় মারা গিয়েছেন।
উল্লেখ্য, সোমবার সকালে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পাশামাইলরম শিল্পতালুকের ওই রাসায়নিক কারখানা থেকে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখেন, কারখানার ছাদ উড়ে গিয়ে ১০০ মিটার দূরে পড়েছে। ভিতর থেকে বেরিয়ে আসছে কালো ধোঁয়া। প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণের ঘটনায় ১২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েক জন। কিন্তু ক্রমশ মৃতের সংখ্যা বাড়তে থাকে। দমকল আগুন নিয়ন্ত্রণে আনার পর ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ শুরু হয়। তখনই উদ্ধার হতে থাকে একের পর এক দেহ।
