কেরলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন, নিখোঁজ শতাধিক

৩০ জুলাই : কেরলের ওয়ানাডের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪ জন। তার মধ্যে ৩ শিশুও রয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মধ্যরাতের ভয়ঙ্কর বিপর্যয়ে একের পর এক বাড়ি ভেসে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। কয়েকশো মানুষ নিখোঁজ বলে জানানো হচ্ছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। চলছে উদ্ধারকাজ। ঘটনাস্থলে ৪০ জন সেনা জওয়ানকে পাঠানো হচ্ছে। পাঠানো হচ্ছে মেডিক্যাল টিম। পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র।

এ দিকে, কেরল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেএসডিএমএ) জানিয়েছে যে ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ব্রিগেড এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) দল মোতায়েন করা হয়েছে।

কেরলে ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন, নিখোঁজ শতাধিক

এনডিআরএফ-এর একটি অতিরিক্ত দল ওয়েনাড যাচ্ছে। এলাকার সিএমওর মতে, স্বাস্থ্য বিভাগ – জাতীয় স্বাস্থ্য মিশন একটি কন্ট্রোল রুম খুলেছে এবং জরুরি সহায়তার জন্য হেল্পলাইন নম্বর 9656938689 এবং 8086010833 চালু করা হয়েছে।

এয়ারফোর্স MI-17 এর দুটি হেলিকপ্টার এবং একটি ALH সকাল সাড়ে সাতটায় সুলুর থেকে ছেড়েছে। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে নামবে বিমান বাহিনী।

Author

Spread the News