মৃতের সংখ্যা ১০০ পার, দেশজুড়ে কার্ফু জারি হাসিনা সরকারের

২০ জুলাই : অগ্নিগর্ভ বাংলাদেশ। সেখানকার পরিস্থিতি প্রতি মুহূর্তে খারাপ হচ্ছে। শুক্রবার গভীর রাতে সেখানকার সরকার দেশ জুড়ে কার্ফু জারি করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ১০০ পার হয়ে গিয়েছে। পনেরো বছর ক্ষমতায় থাকার পরে এই প্রথমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে এই সংরক্ষণ ইস্যু।

প্রধানমন্ত্রী হাসিনার প্রেস সচিব নইমূল ইসলাম খান সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সরকার দেশ জুড়ে কার্ফু জারি করেছে। পাশাপাশি অসামরিক কর্তৃপক্ষকে সহায়তা করতে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকারের তরফে ঢাকা-সহ বিভিন্ন জায়গায় জনসমাগম নিষিদ্ধ করতে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল। শুক্রবার ঢাকার পুলিশ প্রধান হবিবুর রহমান বলেছেন, ওইদিন থেকে ঢাকায় সব ধরনের সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জনগণের নিরাপত্তা নিষিদ্ধ করতে এই পদক্ষেপ প্রয়োজনীয় ছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

একাধিক পুলিশ থানা বিক্ষোভকারীদের দখলে। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে। ফের হিংসাত্মক বিক্ষোভ হলে গুলি চালাবে সেনা। ফলে এবার আরও রক্তাক্ত সংঘর্ষের আশঙ্কা।

বিবিসি জানাচ্ছে, বাংলাদেশে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন “এটা অবশ্যই কারফিউ। এটা নিয়ম অনুযায়ীই হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে”।

Author

Spread the News