শিক্ষকের প্রহারে মৃত্যু ছাত্রের, অধ্যক্ষের ভিন্ন মত
বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : শিক্ষকের প্রহারে মৃত্যু হল সপ্তম শ্রেণির এক ছাত্রের। ঘটনাটি ঘটেছে ঢেকিয়াজুলির চিরাজুলির নিউ হরাইজন স্কুলে। সপ্তম শ্রেণির ছাত্র আমন মাহাতুর মৃত্যুর পর অভিযোগের আঙুল উঠে শিক্ষক উত্তম বকসি মোহন্তের দিকে। শনিবার ক্লাসে অমন ও আরেক ছাত্র মারপিট করার জন্য শিক্ষক প্রহার করে ছিলেন। দুই দিন পর ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে টিএমসিএইচে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়। এরপর শিক্ষক উত্তম বকসি মোহন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রের পরিবার।
অধ্যক্ষ জানান, তিনি ওই ছাত্রের অসুস্থতার কোনও লক্ষণ দেখেননি। ছাত্রটি স্কুলের শেষ অবধি খেলাধুলা করছিল। অধ্যক্ষ জানান, নিহত ছাত্রকে আগে কুকুর কামড়েছে। কুকুরের কামড়ে আক্রান্তের পরিবার চিকিৎসা দেয়নি। অসুস্থ হওয়ার আগে রবিবার পিকনিকে গিয়েছিলেন আমন মাহাতো। স্কুল কর্তৃপক্ষের সন্দেহ, সে পিকনিকের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন। বুধবার অমন অসুস্থ হয়ে পড়ে এবং দুই দিন স্কুলে আসেনি।
পুরো ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এজেওয়াইসিপি নেতৃত্ব ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়ার জন্য পুলিশকে দাবি জানিয়েছে। এক স্মারকপত্রও প্রদান করে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।