আরব সাগরে তলিয়ে মৃত্যু একই পরিবারের চারজনের, নিখোঁজ ৩
৪ অক্টোবর : আরব সাগরের শিরোদা-ভেলাগড় সমুদ্র সৈকতে পিকনিক করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চার সদস্য। এখনও নিখোঁজ রয়েছেন আরও তিনজন। শুক্রবার বিকেলে এই ঘটনা ঘটে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় পরিবারের আটজন সদস্য সমুদ্রে সাঁতার কাটতে নেমেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তাঁরা সমুদ্রের গভীরে চলে যান এবং ডুবে যেতে শুরু করেন। স্থানীয় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধারকারীরা পরিবারের এক ১৬ বছর বয়সি কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত ও নিখোঁজদের মধ্যে দু’জন মহারাষ্ট্রের কুদাল (সিন্ধুদুর্গ) এলাকার বাসিন্দা এবং বাকি ছ’জন কর্ণাটকের বেলাগাভি জেলার বাসিন্দা। সবাই মিলে পিকনিকের উদ্দেশ্যে শিরোদা-ভেলাগড় সৈকতে এসেছিলেন।
শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ চারটি দেহ উদ্ধার করেছে। নিখোঁজ বাকি তিনজনের সন্ধানে শুক্রবার রাতভর তল্লাশি চালানো হয়েছে এবং উদ্ধারকাজ শনিবার সকালেও অব্যাহত রয়েছে।
পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের এক আধিকারিকেরা জানিয়েছেন, পর্যটকদের বারংবার সতর্ক করা সত্ত্বেও অনেকেই জলের গভীরতা ও স্রোতের গতি সম্পর্কে সচেতন না হয়ে সমুদ্রে নেমে পড়েন, যার ফলে প্রায়শই দুর্ঘটনা ঘটে।