বেরেঙ্গায় মারপিটে আহত যুবকের মৃত্যু, গ্রেফতার এক
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : মৃত্যু ঘটলো মারপিটের ঘটনায় আহত যুবকের। অমর দাস (৪২) নামে এই যুবক ছিলেন শিলচর বেতুকান্দি বেরেঙ্গা তৃতীয় খণ্ডের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় আটক করেছে তার প্রতিবেশী টিটন মজুমদার (৩২)কে।
অমর দাস পেশায় ছিলেন অটো চালক। ঘটনা নিয়ে তার ভাই সমর দাস শুক্রবার শিলচর সদর থানায় এজাহার দায়ের করেছেন। সমর জানিয়েছেন কত ২০ ডিসেম্বর রাত সাড়ে দশটা নাগাদ প্রতিবেশী টিটন আরও ৪-৫ জনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে ঢুকে ভাই অমর দাসকে বেধড়ক মারপিট করেন। ঘটনার সময় তিনি (সমর) ছিলেন আমড়াঘাটে। পরবর্তীতে বাড়ি ফিরে ভাই অমরের অবস্থা সঙ্গীন দেখে তাকে চিকিৎসার জন্য নিয়ে যান মেডিক্যাল কলেজ হাসপাতালে। মেডিকেলে কিছুদিন চিকিৎসা চলার পর দিন সাতেক আগে তাকে ছেড়ে দেওয়া হয়। তবে বাড়ি ফিরেও অমর খুব একটা স্বাভাবিক হতে পারেননি। গত ১৫ জানুয়ারি দুপুর ২টা ৫৫ মিনিট নাগাদ তার মৃত্যু ঘটে।

সমর জানিয়েছেন টিটন মজুমদাররা অমরকে বাড়িতে ঢুকে মারপিট করলেও প্রথমত তিনি জানতে পারেননি। বাড়ি ফিরে তিনি অবস্থা সঙ্গিন দেখলেও অমর ঘটনা নিয়ে মুখ খুলেননি। পরবর্তীতে মৃত্যুর আগে জানান ঘটনার কথা। একথা জানিয়ে বলেন, মারপিট করে টিটন মজুমদাররা তাকে হুমকি দিয়ে গেছে ঘটনার কথা কাউকে জানালে গোটা পরিবারের লোকেদের হত্যা করা হবে। তাই ভয়ে তিনি প্রথমত মুখ খোলেননি। শুক্রবার সমর এজাহার দায়ের করার পর পুলিশ এদিনই আটক করেছে টিটনকে।