প্রহারে যুবকের মৃত্যু, জেলে ঠাঁই ওসি কপিল বরার

বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : ধুবড়ির তামারহাট থানার ওসি কপিল বরার জেলে ঠাঁই হল। হত্যার মামলায় রাতে গ্রেফতার করা হয় ওসি কপিল বরাকে। নাটকীয়ভাবে রাতেই কপিল বরাকে জেলে পাঠানো হয়।

ওসি কপিল বরা’র বিরুদ্ধে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছিল। কপিল বরার মারধরের ফলে মৃত্যু হয় মনোহর রায় নামক এক যুবকের। মনোহরের মৃত্যুর পর পরিবারের লোকজন বরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে। এমনকি সংগঠনের লোকেরাও পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল। পরিবারের এফআইআরের পর কপিল বরাকে রিজার্ভে ক্লোজ করেন পুলিশ সুপার।

উল্লেখ্য, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় রাকেশ রায়, গণেশ রায় ও মনোহর রায় নামের তিনজন ব্যক্তি ডিংডিঙ্গা গ্রামের বাসিন্দা ঠিকাদার হাবিবুল শেখের বাড়িতে যান। অভিযোগ, হাবিবুল শেখের কাছে তারা কাজের টাকার দাবিতে গিয়েছিলেন। তবে সে সময় হাবিবুল ঘরে ছিলেন না। এমন পরিস্থিতিতে তার বাবা জলিল শেখ পশ্চিমবঙ্গে থাকা ছেলেকে খবর দেন।

এ কথা জানার পর হাবিবুল দ্রুত পুলিশকে খবর দেন যে, তিনজন ব্যক্তি তার ঘরে হামলা চালিয়েছে। এরপর পুলিশ এসে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়। অভিযোগ, থানায় তাদের উপর নির্মম প্রহার চালায় পুলিশ। এর ফলে গুরুতর আহত হন মনোহর রায়।

আহত অবস্থায় থানাতেই পড়ে থাকেন মনোহর রায়। ঘটনার প্রায় তিন দিন পর সোমবার সকালে তাকে তামারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

Spread the News
error: Content is protected !!