ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক ব্যক্তির, পাথারকান্দির তিলভূমে শোকের ছায়া
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : সোমবার বিকেল প্রায় চারটার দিকে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন পাথারকান্দি কুকিতল জিপি’র কুর্তি গ্রামের বাসিন্দা ভূপেন্দ্র নাথ (৬২)। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো গরু নিতে রেললাইন পার হয়ে তিলভূম এলাকার রাস্তা দিয়ে যাচ্ছিলেন। সেই সময় করিমগঞ্জ থেকে আগরতলাগামী ডেমো ট্রেন দ্রুতগতিতে আসতে দেখে তিনি আর সরে দাঁড়াতে পারেননি। মুহূর্তের মধ্যে ট্রেনের চাকায় কাটা পড়ে যান। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্থানীয়রা দৌড়ে এসে ঘটনাস্থলে জড়ো হন এবং তৎক্ষণাৎ খবর দেন রেলওয়ে পুলিশকে। কিছুক্ষণের মধ্যে বারইগ্রাম থেকে ছুটে আসেন জিআরপিএফ কর্মীরা। তারা মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার পর করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য।
এদিকে, ভূপেন্দ্র নাথের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।। হঠাৎ করে তাঁর মৃত্যুতে পরিবারসহ গোটা কুর্তি গ্রামই যেন স্তব্ধ।