বন্য হাতির আক্রমণে এক নর-নারীর মৃত্যু, উত্তেজনা
বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : রাজ্যের বিভিন্ন জেলার বন্য হাতির তাণ্ডবে কৃষকের ক্ষয়ক্ষতির পাশাপাশি মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। রবিবার বন্য হাতির আক্রমণে এক নর-নারীর প্রাণ গেল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়ার বালিজানের নারায়ণপাড়ায়।
বন্য হাতির আক্রমণে নিহত পুরুষ ও মহিলা হলেন রূপালী রায় ও রঞ্জন রায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।
