ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০

বরাক তরঙ্গ, ১০ জুন : বরপেটা জেলার কানাডাপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। একটি সিলিন্ডার বিস্ফোরণে প্রায় দশজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপের জন্য বরপেটার ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ভয়ঙ্কর ঘটনা মঙ্গলবার রাত ৮ টায় আফজল হাজরিকার বাড়িতে ঘটেছে। ঘটনাস্থলে বেশি মানুষ জড়ো হয়েছিলেন সেময় একটি সিলিন্ডার বিস্ফোরিত হয়ে প্রায় ১০ জন গুরুতর আহত হন। আহতরা আগুন নিভানোর চেষ্টা করছিলেন। অবশেষে, স্থানীয় বাসিন্দারা আগুন নিভাতে সক্ষম হয়। আগুনে দু’টি বাড়ি ছাই হয়ে যায়। বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ধারনা করা হচ্ছে। স্থানীয়রা জানান, আফজল হক রাজ্যের বাইরে কাজ করেন।

ভয়াবহ অগ্নিকাণ্ড, আহত ১০

এই ক্ষেত্রে, স্থানীয় সম্প্রদায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাচ্ছে।

Spread the News
error: Content is protected !!