নদীর পারে যুবতীর মৃতদেহ উদ্ধার, পরিবারের সন্দেহ খুনের

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : ধেমাজি জেলার গাইনদী নদীর পাড় থেকে এক যুবতীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবতীর নাম জ্যোতিকা কলিতা। পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

জানা গেছে, ধেমাজির বিষ্ণুপুর শিলআলি মাজগাঁও এলাকার বাসিন্দা জ্যোতিকা কলিতা একজন মেকআপ আর্টিস্ট হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন। বৃহস্পতিবার তিনি নিজের বাড়ি থেকে ধেমাজি শহরে অবস্থিত একটি বিউটি পার্লারে প্রশিক্ষণ নিতে যান এবং বিকেল ৪টার দিকে সেখান থেকে বের হন।

নদীর পারে যুবতীর মৃতদেহ উদ্ধার, পরিবারের সন্দেহ খুনের

এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কিছু সময় পর, শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে গাইনদী রেলওয়ে ব্রিজের কাছে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মৃতদেহের মুখে ফেনা ও মুখমণ্ডল কালচে হয়ে যাওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে AS 22 K 2117 নম্বরের একটি স্কুটি উদ্ধার হয়েছে। মৃতদেহের পাশে পাওয়া গেছে একটি হ্যান্ড ব্যাগ, কিছু ব্যক্তিগত সামগ্রী ও একটি জলের বোতল।

চিচিবরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। এই রহস্যজনক মৃত্যুকে ঘিরে ধেমাজি জেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the News
error: Content is protected !!