শিলচর রেল স্টেশন ও শ্মশান ঘাট শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণেই শুরু হল দিনভর অনুষ্ঠানের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৯ মে : আজ, ১৯শে মে। অসমে মাতৃভাষার অধিকার রক্ষার এক গৌরবের দিন। আজকের তারিখে ১৯৬১ সালে অবিভক্ত কাছাড় জেলা সদরে মাতৃভাষা তথা বাংলা ভাষা রক্ষার লড়াইয়ে তরতাজা ১১টি প্রাণ বলি দিতে হয়। এই দিনটি আজ বরাক সহ কলকাতা ও বাংলাদেশ এবং বিশ্বে ছড়িয়ে থাকা বরাকের লোকরা মর্যাদা সহকারে পালন করছেন। তবে বরাকে সপ্তাহ দিন ধরে চলে আসছে ১৯শে-র আবাহন অনুষ্ঠান।

রবিবার সকাল থেকে বরাকজুড়ে শুরু হয়েছে বিভিন্ন কর্মসূচি। একই সঙ্গে কাছাড় জেলার শিলচরে নানা কার্যসূচির মধ্যে দিয়ে উনিশে মে ভাষা শহিদ দিবস পালনের মূল অনুষ্ঠান শুরু হল। সকাল বেলা শিলচর রেল স্টেশন শহিদ বেদী ও শ্মশান ঘাট শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। উনিশে মে ভাষা শহিদ দিবস উপলক্ষে শিলচরে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পথনাটক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে।

সকালে শ্রদ্ধাঞ্জলী অনুষ্ঠান শেষে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল সহ অন্যান্যরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজকের দিন সবার জন্য স্মরণীয় দিন। বিশ্বে প্রতিজন নাগরিক তাঁর মাতৃভাষার প্রতি সম্মান জানান এমন এক বার্তা ছড়িয়েছে এই দিনে।

মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, সরকার সব সময় মাতৃভাষা রক্ষার্থে কাজ করে যাচ্ছে। প্রাথমিক শিক্ষায় মাতৃভাষার উপর গুরুত্ব দিয়ে আসছে সরকার। এদিকে, অভিজিৎ পাল বলেন, বাংলা ভাষা স্বীকৃতির জন্য ১১ জন যে শহিদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অতিসত্বর শিলচর তারাপুর রেলস্টেশন কে ভাষা শহিদ স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হোক।