উল্টোরথে ভক্তদের উপচে পড়া ভিড় শিলচরে
বরাক তরঙ্গ, ৫ জুলাই : উল্টো রথযাত্রা উপলক্ষে শনিবার এক উৎসবের আমেজে মেতে উঠেছে শহর শিলচর। ভগবান জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে বসিয়ে শহর পরিক্রমা করলেন বিভিন্ন মঠ-মন্দিরের কর্মকর্তারা। শিলচরের ইসকন মন্দির, শ্যামসুন্দর মন্দির, নরসিং আখড়া সহ শহরে থাকা বিভিন্ন মন্দিরে এদিন সকাল থেকেই নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্টোরথের যাত্রার শুরুতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংসদ কণাদ পুরকায়স্থ। তিনি বলেন, সেটা শুধু উৎসব না, আমাদের ভক্তি ও পরিচয়ের প্রতীক। এও বলেন, যে এলাকা দিয়ে যাবে সেই এলাকা পবিত্র হয়ে উঠবে। সবশেষে তিনি জগন্নাথ প্রভুর কাছে বিশ্ব শান্তির প্রার্থনা করেন।

উল্লেখ্য, রথযাত্রা সনাতনীদের একটি প্রধান উৎসব। ওড়িশার পুরীতে প্রতি বছরই রথযাত্রাকে ঘিরে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূর্তি দর্শন করতে ভক্তরা অধিক আগ্রহে একটি বছর অপেক্ষা করে থাকেন। রথযাত্রাকে ঘিরে এবারও লক্ষাধিক ভক্তদের ঢল নেমেছে শিলচরে। এদিন শহরের প্রত্যেকটি এলাকায় ভক্তপ্রাণ মানুষকে উপস্থিত থেকে রথের দড়ি টানতে দেখা গেছে। সবাই মিলেমিশে উৎসব উপভোগ করার পাশাপাশি জীবনের সুখ সমৃদ্ধি ও শান্তির বার্তা ছড়িয়ে একে ওপরের মঙ্গল কামনাও করেছেন। কচিকাঁচা থেকে ধরে প্রত্যেককেই এক আনন্দ মুখর পরিবেশে এদিন জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার দর্শনে বিলীন হতে দেখা গেছে।
