বিজয়ের মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ফাকুয়াতে (শনবিল) অনুষ্ঠিত একটি সভায় রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালো কংগ্রেস। রবিবার অসম প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র সঞ্জীব রায় এক প্রেসবার্তায় বলেন, শনিবার শনবিলে এক অনুষ্ঠানে বিধায়ক বলেছিলেন ফাকুয়ার মানুষজন পাকিস্তানে ছিলেন (কারণ তারা দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে অন্তর্ভুক্ত ছিলেন) কিন্তু সাম্প্রতিক সীমা পুনর্নির্ধারণের পর তারা এখন হিন্দুস্তানে রয়েছেন (কারণ এখন তারা পাথারকান্দি কেন্দ্রের ভোটার)। একজন বিধায়কের কাছ থেকে এমন অসাংবিধানিক মন্তব্য অবশ্যই সর্বস্তর থেকে নিন্দাযোগ্য। কংগ্রেস দল তীব্র নিন্দা জানায় এবং দক্ষিণ করিমগঞ্জের (তৎকালীন) জনগণের সামনে জনসমক্ষে এই মন্তব্যের জন্য বিজয় মালাকারের ‘ক্ষমা’ দাবি করছে। সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালও উপস্থিত ছিলেন ও তার নীরবতাও এই অপ্রয়োজনীয় মন্তব্যের প্রতি মৌন সমর্থন বলেই ধরে নেওয়া যায়। স্বাধীনতার পর থেকে যে বিধানসভা কেন্দ্র ভারতের অংশ, সেটিকে একজন আইনপ্রণেতা কীভাবে পাকিস্তান বলে উল্লেখ করতে পারেন? এটি দক্ষিণ করিমগঞ্জে বিধানসভার (তৎকালীন) লক্ষ লক্ষ ভোটারের প্রতি চরম অবমাননা। অতএব, কংগ্রেস দল অবিলম্বে বিজয় মালাকারের ‘জনসমক্ষে ক্ষমা প্রার্থনা’ দাবি করছে এবং এই বিষয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটি শক্ত পদক্ষেপ আশা করছে।