‘২৬ এ অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ : গৌরব
শিলচর রামনগরে সংবর্ধনা
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : হাইলাকান্দি জানকি বাজারে কংগ্রেসের সভায় অংশ নিলেন প্রদেশ সভাপতি তথা লোকসভার বিরোধী দলের উপদলপতি গৌরব গগৈ। শনিবার আয়োজিত সভায় বক্তব্যে বলেন, ‘২৬ এ অসমে কংগ্রেস সরকার চাইছেন জনসাধারণ। কারণ অসমে বিজেপি সরকার আসার পর থেকে বিশেষ করে গরীব দুঃখী জনসাধারণকে রসাতলে ফেলিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সরকার গরীব দুখী মানুষের হিতে কাজ করার কথা বলে সব সময় এদের বিরুদ্ধে কাজ করছে। এও বলেন, মিশন বসুন্ধরা ০১, বসুন্ধরা ০২, বসুন্ধরা ০৩ অসমে মহা ফ্লপ হয়েছে। মিশন বসুন্ধরার নামে জনসাধারণকে পাট্টা প্রদানের কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করেছে। উল্টো হাজার হাজার গরিব -দুঃখী জনগণ কে ঘরবাড়ি বোল্ড ডজার দিয়ে ভেঙে চুরমার ফেলছে সরকার।

এ দিন হাইলাকান্দি যাওয়ার পথে শিলচরের রামনগরে কংগ্রেস কর্মীদের উচ্ছ্বাস ও সংবর্ধনার জোয়ারে ভাসলেন। এ দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন গগৈ। তিনি অভিযোগ করে বলেন, “বিজেপি সরকার দরিদ্রদের উচ্ছেদ করে আম্বানি-আদানির মতো কর্পোরেটদের সুবিধা করে দিচ্ছে। এতদিনেও সরকার বলতে পারেনি, উচ্ছেদ হওয়া মানুষগুলো কোথায় যাবে।”

তিনি আরও বলেন, “অসমের সাধারণ মানুষ এখন এই ভূমি-ক্ষুধার্ত সরকারের আসল উদ্দেশ্য বুঝতে পারছে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য অমানবিক কৌশল গ্রহণ করছেন। তবে মানুষ আর এই ফাঁদে পা দেবে না।” গগৈর এই সফর ও বক্তব্যে রাজনীতির ময়দানে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

এ দিকে, শিলচর শহরের বাসিন্দা সালমা বেগম লস্কর কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে গামোচা ও ফুলের তোড়া দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পাশাপাশি রামনগরের একাধিক কংগ্রেস কর্মী ও সমর্থক তাঁকে শুভেচ্ছা জানাতে ভিড় জমান। সঙ্গে আলাপকালে সালমা বেগম বলেন, “গৌরব গগৈ সভাপতি হওয়ার পর থেকেই দলীয় নেতৃত্বের মধ্যে নতুন উৎসাহ তৈরি হয়েছে। আজ তাকে সংবর্ধনা জানাতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত।”