রং মাখা গায়ে নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি কিশোরের

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ১৫ মার্চ : রঙের উৎসবে বিষাদের ছায়া দক্ষিণ হাইলাকান্দিতে। হোলির আনন্দে মাতোয়ারা হয়ে ধলেশ্বরী নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি ঘটলো এক কিশোরের। শনিবার দুপুর ১২ নাগাদ উদ্ধার হয় কিশোরের নিথর দেহ।

শুক্রবার দোলের দিনে দক্ষিণ হাইলাকান্দির মাধবপুরের রাজীব নন্দীর একমাত্র ছেলে আয়ূষ নন্দী (১১) শুক্রবার দুপুর ২টা নাগাদ রং খেলার পরে ধলেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায়। মর্মান্তিক এই ঘটনার পর আয়ূষের মা-বাবা বুক ফাটা কান্নায় ভেঙে পড়েন। পরিবারের পাশাপাশি প্রতিবেশীদের মধ্যেও হাহাকার দেখা দেয়। অনেক খোঁজাখুজির পরও আয়ূষকে শুক্রবার উদ্ধার করা সম্ভব হয়নি।

রং মাখা গায়ে নদীতে স্নান করতে গিয়ে সলিলসমাধি কিশোরের

এসডিআরএফ বাহিনী খবর পেয়ে ছুটে আসে এবং তল্লাশি শুরু করে। শুক্রবার থেকে এসডিআরএফ বাহিনী খোঁজাখুজি আরম্ভ করলেও শনিবার দুপুর ১২ নাগাদ উদ্ধার করতে সক্ষম হয়। ২৪৪ নং উজান মাধবপুর এলপি স্কুলের ছাত্র আয়ূষের নদীতে তলিয়ে যাওয়ায় স্থানীয় মানুষ জনস্বাস্থ্য কারিগরি বিভাগকে দায়ী করছেন। আয়ূসের এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Spread the News
error: Content is protected !!