হাইলাকান্দির কয়েকটি প্রকল্প সরেজমিনে দেখলেন মুখ্য সচিব

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : রাজ্যের মুখ্য সচিব ড. রবি কোটা রবিবার হাইলাকান্দি জেলার নির্মীয়মান কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। ১২.৭৬ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান হাইলাকান্দি সার্কিট হাউস ভবনের নির্মাণ কাজের অগ্রগতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এরপর তিনি ৭.৬৬ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান হাইলাকান্দি  গভমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের নতুন ভবনের খোঁজখবর নিতে সেখানে ছুটে যান। জেলায় চিকিৎসা পরিষেবা খতিয়ে দেখতে মুখ্য সচিব ড. কোটা হাইলাকান্দি সিভিল হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে তিনি চিকিৎসক ও আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। এরপর সিভিল হাসপাতাল চত্বরে ২০ কোটি  টাকা ব্যয়ে নির্মীয়মান নতুন ভবনটির নির্মাণ কাজ পরিদর্শন করেন।

সিভিল হাসপাতাল পরিদর্শনকালে মুখ্য সচিব রক্তদান শিবির আয়োজন নিয়মিত করার উপর গুরুত্ব দেন। এছাড়া ওষুধগুদাম পরিদর্শনকালে ঔষধের এক্সপায়ারি ডেট স্বয়ংক্রিয়ভাবে আলাদা করার সফটওয়্যার ডিভিডিএমএস এর ব্যবহার সুনিশ্চিত করতে নির্দেশ দেন মুখ্যসচিব ড রবি কোটা।

Spread the News
error: Content is protected !!