শান্তিপূর্ণভাবে সম্পন্ন বিটিচি নির্বাচন, ভোটারদের ধন্যবাদ মুখ্যমন্ত্রীর
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : বিটিচি নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ৪০টি বিটিচি পরিষদীয় আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৩১৬ জন প্রার্থী। বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল (বিটিচি)-এর নির্বাচনে সোমবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৭০.৯৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে চূড়ান্ত ভোটদানের হার এখনও প্রকাশ করা হয়নি। ভোটগ্রহণ চলাকালীন বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজন (বিটিআর)-এর পাঁচটি জেলা থেকেই কোনও অশান্তির খবর পাওয়া যায়নি।
তামুলপুর জেলার গইবাড়িতে বিটিচি প্রধান প্রমোদ বড়ো ভোট প্রদান করেন। অন্যদিকে কোকরাঝাড়ের দেবরগাঁও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন বিপিএফ সভাপতি হাগ্রামা মহিলারি। নির্বাচন চলাকালীন কোনও হিংসাত্মক ঘটনার খবর না মিললেও, কড়া নিরাপত্তার মধ্যেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কোকরাঝাড়, বাকসা, চিরাং, উদালগুড়ি ও তামুলপুর—এই পাঁচ জেলার মোট ভোটারের সংখ্যা ২৬,৫৮,১৫৩ জন। এর মধ্যে ১৩,২৩,৫৩৬ জন পুরুষ, ১৩,৩৪,৬০০ জন মহিলা এবং ১৭ জন তৃতীয় লিঙ্গের ভোটার। সর্বমোট ৩৩৫৯টি ভোটকেন্দ্রে বিটিচি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়।
এদিকে শান্তিপূর্ণভাবে বিটিচি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য সমস্ত ভোটারকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর মতে, এই নির্বাচন প্রমাণ করেছে যে এলাকায় শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই নির্বাচনে বিজেপি প্রথমবারের মতো এককভাবে লড়াই করছে। অন্যদিকে বর্তমান বিটিচি প্রধান প্রমোদ বড়োর নেতৃত্বে শাসক ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল) এবং বিটিচির প্রাক্তন প্রধান হাগ্রামা মহিলারির নেতৃত্বে বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।
প্রয়োজনে আগামী ২৪ সেপ্টেম্বর পুনঃভোট অনুষ্ঠিত হবে। ২৬ সেপ্টেম্বর ভোটগণনা এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে পুরো নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোটগ্রহণ হওয়া পাঁচ জেলাতে সোমবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল।