উধারবন্দে ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ লায়ন্সের
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স ক্লাব অব উধারবন্দ যৌথভাবে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর (এসএইচজি) মহিলাদের মধ্যে একটি ‘ক্যান্সার সচেতনতা কর্মসূচি’ আয়োজন করে। মঙ্গলবার কর্মসূচিটি উধারবন্দের চানখিরায়, শিলচর ক্যান্সার সেন্টারের সহযোগিতায়, অনুষ্ঠিত হয় যেখানে অঙ্কোলজিস্ট ডাঃ মনোজিত বনিক ক্যান্সারের বিভিন্ন দিক, কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোকপাত করেন এবং সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কেও একটি তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন। শিলচর ক্যান্সার সেন্টারের সহায়ক কর্মী মিস মালসাওমদাওঙ্গি ডারলং এবং মিস মানডাইখাইরিন ক্যান্সার পরীক্ষার বিভিন্ন প্রক্রিয়া ও পদ্ধতির প্রদর্শনী করেন। এছাড়াও, একটি ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ক্যান্সার সম্পর্কে বিভিন্ন দিক জানার সুযোগ পান। ক্লাব ভ্যালি ভিউ-এর পক্ষ থেকে সভাপতি বন্দিতা ত্রিবেদী রায়, গাইডিং লায়ন সঞ্জীব রায়, সহকারী সাধারণ সম্পাদক মৃন্ময় রায়, পুষ্পাবতী রায় উপস্থিত ছিলেন।
ক্লাব উধারবন্দের পক্ষ থেকে সভাপতি বিপ্লব চক্রবর্তী, মৌসুমী চক্রবর্তী, তৃপ্তি ঘোষ, রুমী দেব, সীমানা রায়, বাবলু দাস, প্রবল চন্দ এবং জিয়া উদ্দিন লস্কর উপস্থিত ছিলেন। দুই ক্লাবের সভাপতিরা ধন্যবাদসূচক বক্তব্য রাখেন। অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সাবি লস্কর (জীবিকা সখী), রজত শীল, প্রতিমা ভট্টাচার্য এবং আরও অনেকে। উভয় ক্লাবের পক্ষ থেকে ডাঃ মনোজিত বনিক-কে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে সংবর্ধনা জানানো হয়।