লঙ্কায় নতুন পাঁচভাণ্ডারে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
পিএনসি, লঙ্কা।
বরাক তরঙ্গ, ২৩ মার্চ : রবিবার লঙ্কা শহর সংলগ্ন নতুন পাঁচভাণ্ডার গ্রামে এক মৃতদেহ উদ্ধার নিয়ে অঞ্চলজুড়ে চঞ্চল্য বিরাজ করছে। মৃত ব্যক্তি লঙ্কা শহরে ৪ নং ওয়ার্ডের বাসিন্দা অমর সরকার বলে জানা গেছে। এ দিন সকালে নতুন পাঁচভাণ্ডার গ্রামের সেগুন বাগানে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ প্রত্যক্ষ করে লঙ্কা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।
জানা গেছে, শনিবার বিকাল থেকে অমর সরকার বাড়িতে ফেরেনি। মৃতদেহর শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট। পরিবারের লোকেরা এই মৃত্যুকে সহজে মানিয়ে নিতে রাজি নয়, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকের অভিযোগ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

