দুষ্কৃতী দলের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খোয়ালেন ব্যবসায়ী, মাসদিন পরও নেই ধড়পাকড়, ক্ষোভ

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ ডিসেম্বর : মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে দুষ্কৃতী দলের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খোয়ালেও আজ পর্যন্ত পুলিশ কোন পদক্ষেপ করেনি এ নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন ব্যবসায়ী। শনিবার হাতিছড়া জিপির গড়েরবন্দ গুটিবাড়ি এলাকার ব্যবসায়ী বিনয়কৃষ্ণ চৌধুরী সাংবাদিক ডেকে জানান, গত ২৬ অক্টোবর শনিবার আনুমানিক ১০ টা ৪০  মিনিটে লেবুরবন্দ বাজার থেকে মাছ বিক্রি করে ঘরে ফেরার পথে বেশ কিছু সংখ্যক দুষ্কৃতীরা তাকে গলায় ধারালো দা ধরে ভয় দেখিয়ে মাছ বিক্রির সংগ্ৰহ করা ৫২ হাজার ৬০০ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সেদিন মাছ বিক্রিতা বিনয়কৃষ্ণ চৌধুরী ঘরে পৌঁছে বাড়ির সবাইকে জানান এবং ঘটনাটি শুনে রাত আনুমানিক ১টা নাগাদ মালুগ্ৰাম থানায় গিয়ে একটি এজাহার দায়ের করেন। তিনি বলেন, পরিতাপের বিষয় আজ অবধি চিহ্নিত করা দুষ্কৃতীদের ধরতে অক্ষম মালগ্রাম থানা। দুষ্কুতিরা বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন গ্রামে।

পরবর্তী সময়ে বিনয়কৃষ্ণ চৌধুরীর বাবা বারেন্দ্র চৌধুরী‌ বিষয়টি নিয়ে গত ২৫ নভেম্বর কাছাড় জেলা পুলিশ সুপারের কাছে বিষয়টি তুলে ধরেন ও একটি লিখিত স্মারকলিপি তুলে দেন, তবুও জেলা পুলিশ প্রশাসন এই দুষ্কৃতীদের ধরতে সম্পূর্ণভাবে ব্যর্থ বলে জানান বিনয় কৃষ্ণ চৌধুরী। তিনি বলেন, দুষ্কৃতীরা প্রায়ই তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তাই অতিসত্ত্বর এই চিহ্নিত করা দুষ্কৃতীদের পাকড়াও করে আইনগতভাবে কঠিন শাস্তির অনুরোধ জানান জেলা প্রশাসনের কাছে অসহায় বিনয়কৃষ্ণ চৌধুরী, বাবা বারেন্দ্র চৌধুরী‌, ব্রজেন্দ্র চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, মন্টু মালাকার, রথীন্দ্র দাস, শ্রীকৃষ্ণ দাস, জয়মণি দাস সহ অন্যান্যরা।

দুষ্কৃতী দলের খপ্পরে পড়ে মোটা অঙ্কের টাকা খোয়ালেন ব্যবসায়ী, মাসদিন পরও নেই ধড়পাকড়, ক্ষোভ

Author

Spread the News