শ্রীভূমি শহরে জেলা কমিশনারের বাসভবন সংলগ্ন এলাকায় চুরিকাণ্ড
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : শ্রীভূমি শহরে চুরির দৌরাত্ম্যে তীব্র উৎকণ্ঠা ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। মঙ্গলবার রাতে শহরের অন্যতম সুরক্ষিত এলাকা, জেলা কমিশনারের বাসভবনের সংলগ্ন পুরনো মিশন রোডে ঘটে গেল এক চুরির ঘটনা। বাড়ির মালিক দিলীপ পাল জানান, গভীর রাতে তাঁর বাড়ির লোহার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে একদল চোর। ঘরের আলমারি ভেঙে নিয়ে যায় সোনার গয়না এবং নগদ প্রায় তিন লক্ষ টাকা।

খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ।
তবে লাগাতার এই ধরনের চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে—শহরের নিরাপত্তা কোথায়? একের পর এক এমন ঘটনায় আতঙ্কগ্রস্ত বাসিন্দারা প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
