নৃশংস হত্যাকাণ্ড! বড় ভাইকে খুন করে পুঁতে রাখল সহোদর, গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : নৃশংস হত্যাকাণ্ড। বড় ভাইকে খুন করে মাটিচাপা দিয়ে রাখল ছোট ভাই। এই লোমহর্ষক কাণ্ডটি শোণিতপুরের রঙাপড়ার সোনাজুলি পলেং লাইনে  ঘটনাটি ঘটেছে।

জিনি দাহাঙ্গা নামের ব্যক্তিকে খুন করে পুঁতে ফেলে তার ভাই বনিপাচ দাহাঙ্গা। জানা যায়, দু’জনের মধ্যে   ঝগড়া বাধে। অতিরিক্ত মদ্যপান করে থাকা বনিপাচ দাহাঙ্গা লোহার রড দিয়ে বড় ভাই জিনিকে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে ভাই বনিপাচ দাহাঙ্গা গোপনে বাড়ির পাশের উঠোনে গর্ত খুঁড়ে বড় ভাইয়ের মৃতদেহ মাটিচাপা দেয়। সকালে গ্রামবাসীরা জিনি দাহাঙ্গাকে না দেখে সন্দেহ করে। কারণ, আগের রাতে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল বলে অন্য এক ভাই জানিয়েছিল।

গ্রামবাসীরা খোঁজখবর নিতে শুরু করলে গোটা ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং তারা রঙাপড়া থানায় খবর দেয়। পুলিশ গর্ত খুঁড়ে জিনি দাহাঙ্গার মৃতদেহ উদ্ধার করে। রঙাপড়া থানার পুলিশ ঘাতক বনিপাচ দাহাঙ্গাকে গ্রেফতার করেছে।
ছবি সৌজন্যে news18 assam.

Spread the News
error: Content is protected !!