পাথারকান্দিতে চাঞ্চল্যকর নৃশংস হত্যাকাণ্ড, ভাইয়ের হাতে খুন ছোট ভাই

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৫ আগস্ট : পাথারকান্দি থানা অধীন মামবাড়ির এলাকার পার্শবর্তী খুদাইলগাঁও গ্রামে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন ছোট ভাই। নিহত ব্যক্তির নাম শরীফ উদ্দিন, বয়স আনুমানিক ৩৮ বছর। অভিযুক্ত জয়নাল উদ্দিন (৪৫)। জানা যায়, সোমবার রাত আনুমানিক আট টার দিকে পারিবারিক আবাসে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। হঠাৎ করে ক্ষিপ্ত হয়ে ওঠেন জয়নাল উদ্দিন। অভিযোগ, তিনি ধান আনতে ব্যবহৃত ধারালো হুজা (ধান বহনের যন্ত্র) দিয়ে ছোট ভাই শরীফ উদ্দিনের গলায় পাশে সজোরে আঘাত করেন। ভয়াবহ আঘাতে হুজার চুকা অংশ গলার গভীরে ঢুকে যায়, এতে সে রক্তলুপ্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পাড়ে। শুরু হয় প্রবল রক্তক্ষরণ। পরিবারের লোকজনের চেষ্টায়ও তাকে বাঁচানো সম্ভব হয়নি আঘাতের কিছু সময় পরেই ঘটনাস্থলেই মৃত্যু হয় শরীফ উদ্দিনের। ঘটনার পরপরই অভিযুক্ত জয়নাল উদ্দিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এমন কাণ্ডের খবর পেয়ে দ্রুত পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত নামে এবং নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি সিভিল হাসপাতালে পাঠিয়ে দেয়।

ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কলহ নাকি অন্য কোনও গোপন কারণ তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার আসল রহশ্য পুলিশি তদন্ত পক্রিকা সম্পর্ণ হলে প্রকাশ পাবে বলে মনে করা হচ্ছে।

প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, জয়নাল উদ্দিনের আচরণ আগেও একাধিকবার সহিংস ছিল এবং সে মাদকাদ্রব্য সেবনে আসক্ত ছিল এ কারণে প্রায়ই পরিবারের সঙ্গে তার অশান্তি লেগেই থাকত।

Spread the News
error: Content is protected !!