শ্রীকোণায় নিখোঁজ যুবকের মরদেহ বরাকে ভেসে উঠল, চাঞ্চল্য

শ্রীকোণায় নিখোঁজ যুবকের মরদেহ বরাকে ভেসে উঠল, চাঞ্চল্য

বরাক তরঙ্গ, ২০ মার্চ : নিখোঁজ যুবকের দেহ বরাক নদীতে ভেসে ওঠল। শ্রীকোণা এলাকায় থাকা পুরোনো রেলওয়ে গেটের পেছনে থাকা বরাক নদীতে বৃহস্পতিবার স্থানীয় যুবক টিংকু দাসের মরদেহ ভেসে উঠায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নদীতে যুবকের লাশ প্রত্যক্ষ করে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যালের মর্গে পাঠায়।

বছর ৩২ এর টিংকু দাস শ্রীকোণা টিলাগ্রাম এলাকার বাসিন্দা। ঘটনা নিয়ে পরিবারের তরফে রাখী দেব জানান, গত ১৭ মার্চ অর্থাৎ সোমবার থেকে টিংকু দাস নিখোঁজ ছিল।
সোমবার রাতে টিংকু দাস স্থানীয় হাসপাতালে থাকা তাঁর জ্যেষ্ঠ শালিকাকে খাবার দিয়ে আর ঘরে ফিরেনি। পরিবারের লোকরা তাকে অনেক খোঁজাখুঁজির পরও কোন সন্ধান না পেয়ে থানায় নিখোঁজ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। টিংকু নিখোঁজ হওয়ার ৭২ ঘণ্টা পর বৃহস্পতিবার বরাক নদীতে তাঁর মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। এদিকে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Author

Spread the News