লঙ্গাই নদীতে তলিয়ে যাওয়া শিশুকন্যার দেহ উদ্ধার, শোকাবহ পরিবেশ

বরাক তরঙ্গ, ২৫ সেপ্টেম্বর : প্রায় বারো ঘন্টার পর নদীতে ভেসে উঠল তলিয়ে যাওয়া শিশুকন্যার নিথর দেহ। ঘটনাটি করিমগঞ্জের বাজারিছড়া ইছাবিল এলাকায়। রবিবার বিকেলে লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যাওয়া ছয় বছরের শিশুকন্যা সিদ্দিকা বেগমের মৃতদেহ সোমবার সকাল সাড়ে চারটা নাগাদ ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ভেসে ওঠে। এরপর পরিবারের লোকরা তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যান।

জানা যায়, রবিবার বিকেলে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা করে লঙ্গাই নদীতে স্নান করতে যায় সবাই। স্নান করার সময় নদীর স্রোতে তলিয়ে যায় সিদ্দিকা বেগম। এ খবর ছড়িয়ে পড়তে পরিবারের লোকরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। কোন সন্ধান না পেয়ে বাজারিছড়া ওসির কাছে খবর দেন। বিষয়টি ওসি জেলাশাসককে জানালে রাতেই এসডিআরএফ বাহিনীকে পাঠান। রাত তিনটা অবদি এসডিআরএফ তল্লাশি চালায় তবে শিশুটির খোঁজ মেলেনি। তাদের কথামতো ভোরে বাড়ির লোকেরা নদীতে খোঁজ নিলে শিশুটির দেহ ভাসতে দেখতে পান। এরপর পুলিশে খবর দিলে পুলিশ পৌঁছে শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায়।

এদিকে শিশুটির দেহ উদ্ধার হওয়ার খবর পেয়ে বাড়িতে কান্নার রোল শুরু হয়। দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া সিদ্দিকা বেগম কটামণি এলাকার উত্তর তেজপুর গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। মর্মান্তিক অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।    

Author

Spread the News