পাথারকান্দিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : পাথারকান্দির অসম-ত্রিপুরা আট নং জাতীয় সড়কের পাশে মুণ্ডমলা এলাকায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, মঙ্গলবার দুপুরে জাতীয় সড়কের সংলগ্ন একটি কালভার্টের পাশে স্থানীয়রা নগ্ন অবস্থায় পড়ে থাকা এক পুরুষের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কানোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সরকারি হাসপাতালে পাঠিয়েছে। এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। আনুমানিক ৩০ বছর বয়সী এই ব্যক্তির শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, বিশেষ করে পায়ে আঘাতের চিহ্ন স্পষ্ট।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে হত্যার পর লাশটি এখানে ফেলে দেওয়া হয়েছে। তবে প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং মৃতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাথারকান্দিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Author

Spread the News