ঋষি অরবিন্দের জন্মবার্ষিকী পালন বাগান এলপি স্কুলে

বরাক তরঙ্গ, ১৬ আগস্ট : আসাম বিশ্ববিদ্যালয়ের ‘ড. আম্বেদকর চেয়ার’-এর উদ্যোগে ও বালাছড়া বাগান এলপি স্কুলের সহযোগিতায় শনিবার পালন করা হল ৭৯তম স্বাধীনতা দিবস ও ঋষি অরবিন্দ ঘোষের জন্মবার্ষিকী। অনুষ্ঠানটি ভারত মাতা ও ঋষি অরবিন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয়।

উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আমিনুল হোসেন বড়ভূইয়া। তিনি শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। প্রধান বক্তা ছিলেন ড. আম্বেদকর চেয়ারের সহকারী অধ্যাপক ড. মৌমিতা নাথ। তিনি জাতীয় পতাকার ত্রিবর্ণ এবং অশোক চক্রের অর্থও ব্যাখ্যা করেন। পাশাপাশি তিনি স্বাধীনতা সংগ্রামে ঋষি অরবিন্দের ভূমিকা ও তাঁর পূর্ণযোগ দর্শন নিয়ে আলোচনা করেন।

ঋষি অরবিন্দের জন্মবার্ষিকী পালন বাগান এলপি স্কুলে

এদিন শিক্ষার্থীদের মধ্যে মৃৎশিল্পের প্রতিযোগিতা আয়োজিত হয়। এতে ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা দেশাত্মবোধক গান, নৃত্য ও যোগব্যায়াম প্রদর্শন করে। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বর্ণমিতা নাথ। সহকারী শিক্ষক এম কে আব্বাসি বড়লস্কর সক্রিয় সহযোগিতা প্রদান করেন। ড. আম্বেদকর চেয়ারের পক্ষ থেকে অনুষ্ঠানটি সমন্বয় করেন গবেষক বিশাল দাস।

Spread the News
error: Content is protected !!