সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ সংখ্যাগুরু লোকের শিলচরে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : অসম সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের ২০২৩-২৪ অর্থ বছরের বিভিন্ন প্রকল্প বিতরণে ব্যাপক অনিয়ম ও কেলেঙ্কারি। সংখ্যালঘু প্রকল্পের সুবিধা নিলেন সংখ্যাগুরুরা। তালিকায় একাধিক নাম রয়েছে সংখ্যাগুরু সম্প্রাদায়ের লোকের।গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে। এনিয়ে শিলচর সাব ডিভিশনের চেয়ারম্যান রেহান উদ্দিন লস্করের কাছে জানতে চাইলে তাঁর বয়ানে বেরিয়ে আসে সামগ্রী বণ্টনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের তথ্য। 

অনলাইনে সুবিধাপ্রাপকরা আবেদন করেন অসম সংখ্যালঘু উন্নয়নের বোর্ডের ওয়েবসাইটে। আবেদন প্রক্রিয়ার পর বেরিয়ে আসা সেলাইমেশিন জেলা ভিত্তিক তালিকায় দেখা যায় দাস ও সিনহা পদবীর দু’জন সুবিধাপ্রাপকের নাম। শুধু সেখানেই শেষ নয়, কাছাড় জেলায় ই-রিকশা নয়টি থাকা সত্ত্বেও পেয়েছেন মাত্র দু’জন। বাকি সাতটি ই-রিকশা কোন হদিশ নেই। তাও আবার সংখ্যাগুরু সম্প্রাদায়ের। সাব ডিভিশন চেয়ারম্যান জানান, তাঁকে প্রায় ব্রাত্য রেখে এসব কাণ্ড চলছে।

সংখ্যালঘুর বিভিন্ন প্রকল্পের সুবিধা ভোগ সংখ্যাগুরু লোকের শিলচরে
Spread the News
error: Content is protected !!