শ্রীভূমিতে র্যালির মাধ্যমে বিশ্ব স্তন্যপান সপ্তাহের সূচনা
জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ আগস্ট : জাতীয় স্বাস্থ্য মিশন, শ্রীভূমির উদ্যোগে শুক্রবার বিশ্ব স্তন্যপান সপ্তাহ ২০২৫-এর সূচনা হয়েছে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালির মাধ্যমে। এই বিশেষ সপ্তাহটি প্রতি বছর ১ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত পালিত হয়, যার মূল উদ্দেশ্য হলো—মাতৃদুগ্ধ পানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়ন নিশ্চিত করা। র্যালিটির সূচনা করেন অতিরিক্ত মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক ডাঃ মতিন্দ্র সূত্রধর।
উদ্বোধনী ভাষণে তিনি বলেন, “জন্মের পর প্রথম ছয় মাস শুধুমাত্র মাতৃদুগ্ধ পান শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অপুষ্টি দূর করে এবং শিশু মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমায়।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী, তিনি বলেন, “স্তন্যপানকে কেন্দ্র করে জনসচেতনতা তৈরিতে গণযোগাযোগ ও তথ্য প্রচার অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে।” এছাড়াও জেলা হিসাব ব্যবস্থাপক শঙ্করলাল দে র্যালির সার্বিক আয়োজনে সহযোগিতা প্রদান করেন এবং ভবিষ্যতেও এরকম স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রমে পাশে থাকার আশ্বাস দেন।
র্যালিতে অংশগ্রহণ করেন শ্রীভূমি শহরের আশাকর্মী ও এএনএম-রা। তাঁরা হাতে প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে স্লোগান দিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। প্ল্যাকার্ডে লেখা ছিল, “স্তন্যপান শিশুর অধিকার”, “প্রথম দুধই প্রথম টিকা”, “মা’কে দিন স্তন্যপানের সময় ও সহায়তা”—এই ধরনের বার্তা সাধারণ মানুষকে স্তন্যপানের গুরুত্ব সম্পর্কে ভাবতে ও সচেতন হতে উদ্বুদ্ধ করে। উল্লেখযোগ্যভাবে, এই র্যালিতে রোটারি ক্লাব অফ বর্ডার ল্যান্ড, শ্রীভূমি-র সদস্যরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং জাতীয় স্বাস্থ্য মিশনের এই উদ্যোগের প্রশংসা করেন। এ বছরের বিশ্ব স্তন্যপান সপ্তাহের মূল প্রতিপাদ্য হলো- “কর্মজীবী মা’দের জন্য স্তন্যপানে সহায়ক পরিবেশ গড়ে তোলা”। এই প্রতিপাদ্যের মাধ্যমে কর্মক্ষেত্রে ও পরিবারে মায়েদের জন্য যথাযথ পরিবেশ, সময় ও সহায়তার ব্যবস্থা করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তারা স্তন্যপান অব্যাহত রাখতে পারেন।
র্যালির মাধ্যমে শ্রীভূমিতে বিশ্ব স্তন্যপান সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আগামী সাত দিন ধরে জেলার স্বাস্থ্য কেন্দ্রসমূহে মা ও শিশুদের নিয়ে বৈঠক, পরামর্শদান, স্বাস্থ্য বার্তা প্রদান, মাতৃদুগ্ধ পানের উপকারিতা নিয়ে আলোচনা এবং সমাজভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। জাতীয় স্বাস্থ্য মিশন, শ্রীভূমি-র পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়েছে, তারা যেন স্তন্যপানকে সমর্থন করেন, মায়েদের পাশে থাকেন এবং একটি সুস্থ ভবিষ্যতের জন্য সচেষ্ট হন।