সোনাবাড়িঘাট কোণাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগাডহরীর

সোনাবাড়িঘাট কোণাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগাডহরীর

বরাক তরঙ্গ, ২২ ফেব্রুয়ারি : সোনাবাড়িঘাট কোণাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া বাগাডহরী। শনিবার মসজিদের কাজের সূচনা অনুষ্ঠানে  বাগাডহরীর সঙ্গে উপস্থিত ছিলেন মওলানা সাবির হোসেন চৌধুরী আজহারি (পীরসন্তান), মওলানা মনসুর আহমদ খান, মওলানা হাজি মুক্তিসার বড়ভূইয়া সহ অনেকে। ভিত্তিপ্রস্তর শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠান মওলানা মবরুর আহমদ বড়ভূইয়া বাগাডহরী বক্তব্যে মসজিদ নির্মাণ কাজে সবার সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের দান করা একটি ইট মৃত্যুর পর জবাব দেবে। পাশাপাশি সবাই যেন নামাজ পড়েন এবং ‘আমল’ করবেন। মৃত্যুর পর সবই থাকবে শুধু ‘আমল’ সঙ্গে যাবে।

এ ছাড়া মসজিদ নির্মাণ বিষয়ে হাদিসের বর্ণনা করে বক্তব্য রাখেন মওলানা সাবির হোসেন চৌধুরী আজহারি। বলেন, ‘কেয়ামত’ এর দিনে আল্লাহ সাত ধরনের মানুষকে হেফাজত করবেন। এরমধ্যে যাঁরা মসজিদের সঙ্গে বা কাজে যোগ দিয়েছেন তাঁরাই রয়েছেন। তাই প্রতিজন ব্যক্তি যেন মসজিদের সঙ্গে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত থাকেন, নামাজ পড়েন এবং দান করেন। এই আহ্বান রাখেন মওলানা চৌধুরী। মওলানা মুক্তিসার বড়ভূইয়া বলেন, এই প্রত্যন্ত অঞ্চলে ইসলামি শিক্ষা বিস্তার লাভ করে।

সোনাবাড়িঘাট কোণাগ্রামে নয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন বাগাডহরীর

উল্লেখ্য, মসজিদের জন্য জমি দান করেছেন ইমদাদুর রহমান। তিনি শ্রীভূমি জেলার আদি বাসিন্দা। বর্তমানে সোনাবাড়িঘাটে স্থায়ীভাবে বসবাস করছেন। এ দিন তাঁর বাবা মকলিসুর রহমান শ্রীভূমি থেকে পৌঁছে মহৎ কাজে সামিল হয়েছেন। মসজিদের নামকরণ করা হয়েছে রহমানিয়া জামে মসজিদ।

Author

Spread the News