বাঁশকান্দি আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড গঠনে বিধায়কের ছক পাল্টে গেল, ইউটার্ন তৃণমূল প্রার্থীর
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : বাঁশকান্দি উন্নয়ন খণ্ডের অধীন আঞ্চলিক পঞ্চায়েত বিধায়কের ছক পাল্টে দিচ্ছে কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের গোবিন্দপুর-আলগাপুর জিপির ফরিদা পারভিন বড়ভূইয়ার ইউটার্নে বিধায়কের পছন্দের প্রার্থী সাবিনা হাবিব বড়ভূইয়ার ভাগ্যে জুটছে না সভাপতির কুর্সি। বৃহস্পতিবার আঞ্চলিক পঞ্চায়েত ভোট গঠনের দিন ঘোষণামতে কংগ্রেসের চার প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রার্থী উন্নয়ন খণ্ডে হাজির হলেও গরহাজির ছিলেন চার নির্দল প্রার্থী। নির্দল প্রার্থীদের অনুপস্থিতির ফলে বোর্ড গঠন আর হয়নি। আগামী ২১ জুলাই ভোট গঠনের পরবর্তী দিন ঘোষণা করা হয়।
মাসদিন আগে বোর্ড গঠন নিয়ে বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়ার বাড়িতে এক সভা করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে নিয়ে কমিটি গঠন করেছিলেন। এবং সাবিনা হাবিবকে আড়াই বছর সভাপতির দায়িত্ব চালানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় সব ঠিকঠাকই। হঠাৎ করে তৃণমূল প্রার্থী সিদ্ধান্ত বদল করায় বিপাকে পড়ে গেলেন নির্দল প্রার্থীরা। এর সুযোগ হাতছাড়া করেনি কংগ্রেস। সম্ভবত তৃণমূল প্রার্থীকে সভাপতি করে বোর্ড গঠন করতে চলেছে কংগ্রেস।
উল্লেখ্য, কংগ্রেসের মনোনয়নে বিজয়ীরা হলেন পশ্চিম সিঙ্গেরবন্দে নুরজাহান মজুমদার, সোনাবাড়িঘাট জিপি থেকে আমির হোসেন লস্কর, চিরিপার-মণিপুর জিপি থেকে রাজিয়া বেগম ও শিবপুর জিপি থেকে রুমি আরা বেগম মজুমদার। তৃণমূল কংগ্রেসের গোবিন্দপুর-আলগাপুর জিপির ফরিদা পারভিন বড়ভূইয়া।
জয়ী চার নির্দল প্রার্থী হলেন সাতকরাকান্দি জিপি থেকে সাবিনা হাবিব বড়ভূইয়া, নিয়াইরগ্রাম-বাগপুর জিপি থেকে সুলফানা বেগম মজুমদার, কৃষ্ণপুর জিপি থেকে আঞ্জুমনারা নাজ লস্কর এবং গোবিন্দপুর-বাঁশকান্দি জিপি থেকে ফারুক আহমদ চৌধুরী।