ট্রেনের এসি কোচের শৌচাগারের ডাস্টবিনে শিশুর মৃতদেহ উদ্ধার
২৪ আগস্ট : মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসে শনিবার সকালে কুশিনগর এক্সপ্রেসের একটি এসি কোচের শৌচাগারের ডাস্টবিনে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ট্রেন পরিষ্কার করতে আসা কর্মীরা এই মর্মান্তিক দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন।উত্তরবঙ্গ পর্যটন
রেল সূত্রের খবর, শনিবার ভোররাতে কুর্লার লোকমান্য তিলক টার্মিনাসে (LTT) কুশিনগর এক্সপ্রেস (২২৫৩৭) পরিষ্কারের কাজ চলছিল। সেই সময় এক সাফাই কর্মী ট্রেনের এসি কোচের শৌচাগারের ভেতরে ডাস্টবিনে একটি মৃতদেহ দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে স্টেশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেন। এরপরই রেলের কর্মকর্তারা এবং রেলওয়ে পুলিশ (GRP) ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃত শিশুটির মা শুক্রবার রাতে গুজরাটের সুরাটে তাঁর ২৫ বছর বয়সী তুতো ভাই বিকাশ শাহের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে তিনি জানান, বিকাশ শাহ তাঁর ছেলেকে অপহরণ করেছে।
প্রসঙ্গত, কুশিনগর এক্সপ্রেস লোকমান্য তিলক টার্মিনাস থেকে উত্তর প্রদেশের গোরখপুর পর্যন্ত চলাচল করে। শিশুটির মৃত্যুর কারণ এবং তার দেহ কীভাবে ট্রেনের শৌচাগারে এল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।