আশ্বাস ৫ লক্ষের, মিলল মাত্র ৫ হাজার! সরকারি অনুদান নিয়ে বিক্ষোভ বিধ্বস্ত উত্তরকাশীর পরিবারগুলির
১০ আগস্ট : সম্প্রতি মেঘভাঙা বৃষ্টির পর হড়পার জেরে কার্যত সাফ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধারালি গ্রাম। যার জেরে সর্বস্বান্ত হয়ে পড়েছে পাহাড়ি গ্রামটিতে বসবাসকারী পরিবারগুলি। উত্তরাখণ্ড সরকারের তরফে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এর পরিবর্তে স্থানীয় প্রশাসন পরিবারগুলির হাতে তুলে দিয়েছে মাত্র ৫ হাজার টাকার চেক (Relief cheques)। অনুদানের অঙ্ক দেখে রীতিমতো ক্ষুব্ধ বাসিন্দারা। তাঁদের দাবি, দুর্যোগের ফলে যা ক্ষতি হয়েছে সেই তুলনায় এই পরিমাণ অনুদান ‘অপর্যাপ্ত’। ইতিমধ্যেই ৫ হাজার টাকা অনুদান প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করেছে পরিবারগুলি।
স্থানীয় প্রশাসনের তরফে ধারালি এবং হারশিলের ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে এই ৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হচ্ছিল। কিন্তু এরপরই বিক্ষোভ শুরু করে গ্রামবাসী। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখানোর অভিযোগ তুলেছেন তাঁরা। যদিও আবার এনিয়ে সাফাই দিয়েছেন উত্তরকাশীর জেলা ম্যাজিস্ট্রেট প্রশান্ত আর্য। তাঁর কথায়, ‘প্রাথমিকভাবে ৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়ন করে বিস্তারিত রিপোর্ট তৈরির পর যথাযথ অনুদান দেওয়া হবে।’
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।