ই-রিকশা থেকে গাঁজা উদ্ধার, আটক চালক
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : ই-রিকশা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করল পুলিশ। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে জয়পুর থানার পুলিশ দল কনকপুর প্রথম খণ্ড এলাকায় অভিযান চালিয়ে AS 11 FC 3727 একটি ই-রিকশা থেকে ৩.৯৭ কেজি গাঁজা উদ্ধার করে। পাশাপাশি চালক বিক্রম সিংহকে (২০) আটক করা হয়। তার বাড়ি চিরিপুলে।
উদ্ধার হওয়া গাঁজার কালো বাজারে যার মূল্য দুই লক্ষ টাকা হবে জানায় পুলিশ। এনডিপিএস আইন অনুসারে মামলা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ।