গ্রেফতার হলেন DSP সন্দীপন গর্গ
বরাক তরঙ্গ, ৮ অক্টোবর : অবশেষে গ্রেফতার করা হলো DSP সন্দীপন গর্গকে। জুবিনের মৃত্যুর ঘটনায় সন্দীপনের উপর ধারাবাহিক জিজ্ঞাসাবাদ চালিয়েছিল SIT।
জুবিন গর্গের আত্মীয় ভাই সন্দীপন গর্গ। জানা গেছে, সিঙ্গাপুরের ইয়ট পার্টিতে জুবিন গর্গের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন সন্দীপন।
৭ দিন ধরে জেরা করার পর বুধবার এসআইটি দফতরেই গ্রেফতার করা হয় সন্দীপন গর্গকে। জিজ্ঞাসাবাদের পরই তাঁকে গ্রেফতার করে এসআইটি।

গ্রেফতারের পর সন্দীপন গর্গকে নেওয়া হয়েছে CJM আদালতে। এসআইটি নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।
ডিএসপি সন্দীপন গর্গকে গ্রেফতার না করা নিয়ে এতদিন উঠেছিল নানা প্রশ্ন। ইতিমধ্যে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিদ্ধার্থ শর্মা, শ্যামকানু মহন্ত, শেখর গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে। অন্যদিকে, আজ SIT-এর সামনে হাজির হবেন সঙ্গীত শিল্পী মানস রবীন।