পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় ক্ষোভ, হুলস্থুল

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : শুনলে অবাক লাগলে সত্য। পরীক্ষা হলে নকল করার সুযোগ না দেওয়ায় প্রতারণার প্রতিবাদে বিক্ষোভ করেছে অসম স্টেট ওপেন স্কুলের পরীক্ষার্থীরা। জানা যায়, ধুবড়ি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল, আলমগঞ্জের রাঙ্গামাটি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল, পশ্চিম ধুবড়ি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল, আইরকাটা সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল এবং রূপসীর দাওভাঙি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মোট ২৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসেছিল।

এই শিক্ষার্থীরা বৃহস্পতিবার পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিভাগের পরীক্ষায় বসেছিল কিন্তু শুক্রবার অনুষ্ঠিত অসমিয়া বিষয়ের পরীক্ষায় অর্ধেকের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি। অসমিয়া বিষয়ের পরীক্ষায় মাত্র ৯০ জন পরীক্ষার্থী বসেছিল।

পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় ক্ষোভ, হুলস্থুল

অভিযোগ অনুযায়ী, কিছু শিক্ষক প্রতারণার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থের প্যাকেজ গ্রহণ করেন। কিন্তু টাকা নেওয়া শিক্ষকরা ইংরেজি পরীক্ষার দিন তাদের নকল করার সুযোগ দিতে পারেননি। পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ও বই নিয়ে যেতে দেওয়া হয়নি। এতে টাকার বিনিময়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়।

ক্ষুব্ধ হয়ে অধিকাংশ পরীক্ষার্থী অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ (AHSEC) সদর দফতরে অধীনে অসম স্টেট ওপেন স্কুলের হায়ার সেকেন্ডারির দ্বিতীয় বর্ষের পরীক্ষা বর্জন করেন।

অভিযোগ, একাংশ শিক্ষক নকলের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫ হাজার থেকে ১৫ হাজার টাকা নিয়েছেন। এ ঘটনায় প্রার্থীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হলে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়।

Author

Spread the News