শিলচরে হোটেল-রেস্তোরাঁয় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার ব্যবহারে প্রশাসনের কড়া অভিযান
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : শহরের হোটেল ও রেস্তোরাঁয় ভর্তুকিযুক্ত গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের অবৈধ ব্যবহার ঠেকাতে মঙ্গলবার নজিরবিহীন অভিযানে নামে কাছাড় জেলা প্রশাসন ও শিলচর পুর নিগম (এসএমসি)। জেলার সহকারী কমিশনার উনহালে আশিস বিদ্যাধরের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে একাধিক হোটেল-রেস্তোরাঁয় হানা দেওয়া হয়।
অভিযানটি ছিল সম্পূর্ণ সমন্বিত—জেলা প্রশাসন, শিলচর পুর নিগম, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি) এবং অনুমোদিত এলপিজি ডিস্ট্রিবিউটর সংস্থাগুলির কর্মকর্তারা একসঙ্গে অংশ নেন। দীর্ঘদিন ধরেই শহরে ভর্তুকিযুক্ত সিলিন্ডারের কালোবাজারির অভিযোগ উঠছিল। নাগরিকদের একাধিক অভিযোগ এবং গোপন খবরের ভিত্তিতেই এদিন এই অভিযান চালানো হয়।
অভিযানে বেশ কিছু বাণিজ্যিক রান্নাঘরে গৃহস্থালির জন্য বরাদ্দ ভর্তুকিযুক্ত সিলিন্ডার ব্যবহার ধরা পড়ে। প্রশাসনিক সূত্রের দাবি, এ ধরনের অপব্যবহার সাধারণ পরিবারগুলিকে তাঁদের ন্যায্য বরাদ্দ থেকে বঞ্চিত করছে এবং জনবহুল জায়গায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করছে।

অভিযানের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে পুর নিগমের আয়ুক্ত সৃষ্টি সিং বলেন, ‘ভর্তুকিযুক্ত এলপিজির বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও অগ্রহণযোগ্য। এই ধরনের অপব্যবহার রুখতে পুর নিগম শূন্য সহনশীলতার নীতি নিয়েছে। প্রয়োজনে জরিমানা থেকে শুরু করে ট্রেড লাইসেন্স বাতিল—সব রকম পদক্ষেপ নেওয়া হবে। নাগরিকদের নিরাপত্তা ও স্বচ্ছ বণ্টন নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।’
অভিযান পরিচালনাকারী সহকারী আয়ুক্ত উনহালে আশিস বিদ্যাধর জানান, ‘এই অভিযান এক দিনের নয়, ধারাবাহিক হবে। ভর্তুকিযুক্ত সিলিন্ডার যাতে কোনওভাবেই বাণিজ্যিক চক্রে না যায়, তার জন্য আমরা নজরদারি আরও বাড়াচ্ছি। ডিস্ট্রিবিউটরদেরও